January 5, 2025, 3:34 am
মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
ক্ষেতলাল উপজেলা বড়তারা
ইউনিয়ন উত্তর হাটশহর গ্ৰামের মিজানুর রহমান সবুজ শখের বশে মালটা ও আমের বাগান করেন।
তিনি বলেন আমি যখন বাগানটি করি , তখন আমার এলাকার প্রতিটি মানুষ হাসাহাসি করতো।
তখন খুব খারাপ লাগতো। এখন আমার বাগানে এতো পরিমাণ ফল ধরেছে এতে আমি আমার পরিবার সহ সবাই অনেক খুশি।
সবুজ আরো বলেন যে মালটা বাগানের পাশাপাশি আমি আমের বাগান ও করি। তিনি বলেন এখন অসময় বাজারে মিলছে না আম।
সেখানে গিয়ে দেখা যায় তিনি বাহির দেশের কিছু আম গাছ রোপণ করে।
তার আম বাগানে কোনো গাছে মুকুল ধরছে, আবারো কোনো গাছে আম ধরে আছে।
সবুজ বলেন এই আম গুলো খেতে খুব সুস্বাদু।
তিনি আরো বলেন আমার এই বাগান থেকে প্রতি বছর অনেক টাকা আয় করতে পারবো।
তিনি আরো বলেন আমি যদি সরকারি ভাবে কোনো সহায়তা পাই তাহলে আরো ভাল কিছু করতে পারবো।
তিনি আরো বলেন আমি এই বাগান করে মোটামুটি সাবলম্বী হইছি, চাইলে আপনারাও করতে পারেন।
তিনি আরো বলেন এই ফল বাজারে বিক্রি করে আমি ভাল কিছু করতে পারবো পাশাপাশি দেশে ভিটামিনের ঘাটতি পূরণ করতে পারবো।
বাংলাদেশ মধ্য আয়ের দেশ,আমরা এভাবে সবাই উদ্দেগ নিয়ে নিজে সহ দেশের অনেক উপকারে আসতে পারি।