December 5, 2023, 3:15 pm
পিরোজপুর প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুর জেলা মহিলা আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০আগষ্ট) দুপুরে জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা লায়লা পারভীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহিদা বারেকের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি তাহমিনা আলম, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজা আক্তার খুশি, নাজিরপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নয়ন তারা প্রমুখ।
জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা লায়লা পারভীন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছিলেন বলেই এদেশ স্বাধীন হয়েছিলো। জাতির পিতা আমাদের একটি স্বাধীন সার্বভৌম রাস্ট্র দিয়েছিলেন আর তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের একটি উন্নত সমৃদ্ধ দেশ উপহারের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।