February 15, 2025, 5:58 am
এম এস সাগর,
কুড়িগ্রাম প্রতিনিধি
নাগেশ্বরী উপজেলার পৌর সদরের বানূরখামার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় দীর্ঘ ১৯বছর অনেক ত্যাগ উপেক্ষা করে এমপিওভুক্তি হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও অভিভাবক, এলাকাবাসীরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদসহ কৃতজ্ঞা জানিয়েছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পৌর সদরের বানুরখামার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২০০৩সালে শিক্ষানুরাগী মো. জহুরুল হক নেতিয়েপড়া ও ঝড়েপড়া মেয়েদের শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠা করেন এবং সৃষ্টিলগ্ন থেকে কর্মরত শিক্ষকরা বিনা বেতনে থেকেও যথাবিথি বিধিমালা মেনে মফস্বল অঞ্চলের মেয়েদের শিক্ষার মান উন্নয়ন ও বিকাশ প্রসারে পাঠদান করাসহ বিভিন্ন প্রকার সহযোগিতা অব্যাহত রেখেছেন। শিক্ষার্থীরা আধুনিক পাঠদানে লেখাপড়ায় মেধাবী চৌকস ও সৃজনশীল হয়ে ওঠার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে হয়ে উঠেছে পারদর্শী। সৃষ্টিলগ্ন থেকে সাফল্য ও মেধা তালিকায় বানুরখামার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি।
প্রধান শিক্ষক ও শিক্ষানুরাগী মো. জহুরুল হক এবং ম্যানেজিং কমিটির সভাপতি নাগেশ্বরী পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু এর প্রচেস্টায় প্রতিষ্ঠানটি পাঠদানের অনুমতি পান ২০০৪সালে, এমাডেমিক শিকৃতীপান ২০১১সালে। প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারী ১৯জন দীর্ঘ ১৯বছর বেতন ভাতা না পেয়েও শিক্ষার্থীদের যথারিতি পাঠদান ও ফলাফলে সফলতা অর্জন করেছেন। প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থী ২শত জন। ২০২২সালে জেএসসি পরীক্ষার্থী ৪১জন। ৬জুলাই সারাদেশের ন্যায় বানুরখামার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এমপিওভুক্ত হয়। একটি কুচক্রীমহল নিজের স্বার্থ হাছিলে মিডিয়া কর্মীদের মিথ্যা ও ভুল তথ্য দিয়ে বানুরখামার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে।
শিক্ষার্থীরা জানায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি হওয়ায় আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
সহকারী শিক্ষক আনছার আলী, আসাদুল্লাহ, রফিকুল ইসলাম বলেন, আমাদের প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৯বছর পর এমপিওভুক্তি হওয়ায় আমরা অভিশপ্ত জীবন থেকে মুক্ত পেলাম। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সহ কৃতজ্ঞা জানাই।
শিক্ষানুরাগী জহুরুল হক জানান, মফস্বল অঞ্চলের নেতিয়েপড়া মেয়েদের শিক্ষার গুনগত মান উন্নয়নে প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ড. দিপুমনি কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নেও সার্বিক সহায়তা চেয়েছেন।
প্রতিষ্ঠানের সভাপতি ও নাগেশ্বরী পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু জানান, প্রতিষ্ঠানের শিক্ষকদের অনেক ত্যাগ স্বীকার করে বিনা বেতনে দীর্ঘদিন ধরে পাঠদান করে আসছেন। তারই ফল হিসেবে এমপিওভুক্ত।
উপজেলা শিক্ষা অফিসার কামরুল ইসলাম বলেন, বানূরখামার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বেড়েছে শিক্ষার গুণগত মান ও ফলাফল সন্তোষজনক।