March 25, 2025, 10:29 pm
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা।। রবিবার সকাল ১০ টায় বানারীপাড়া উপজেলা বিআরডিবি মিলনায়তনে বেসরকারি সংস্থা রুপান্তরের আয়োজনে আর্থিক প্রতিষ্ঠান ও তথ্য যোগাযোগ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবাহী অফিসার রিপন কুমার সাহা, বিশেষ অতিথি উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম। প্রশিক্ষণের বিষয়ে আলোচনা করেন রপান্তরের বরিশাল বিভাগীয় কর্মসূচি সমন্বয়কারী রাবেয়া বশরী। প্রশিক্ষক ছিলেন উপজেলা আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোঃ হাফিজ আল আসাদ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর। উপস্থিত ছিলেন রুপান্তর জেলা সমন্বয়কারী নুর-ই- আজম হায়দারী, ক্যাপাসিটি বিল্ডিং সমন্বয়কারী ঝুমু কর্মকার, জেলা প্রকল্প কর্মকর্তা মুনজিলা, উপজেলা সমন্বয়কারী বিলকিস খানম প্রমূখ। প্রশিক্ষণে অপরাজিতারা আর্থিকভাবে স্বাবলম্বি হতে পারে সেজন্য তথ্য যোগাযোগ ব্যবহার এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে কিভাবে সহযোগিতা নিতে পারে সে প্রসঙ্গে বিভিন্ন তথ্য জানানো হয়।#
এস মিজানুল ইসলাম
বানারীপাড়া, বরিশাল।।