December 14, 2024, 6:58 am
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালীর সোনাইমুড়ীতে ১৭ বোতল বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ আগষ্ট) সন্ধ্যা ৬টার দিকে সোনাইমুড়ী থানার এসআই জাফর আলমের নেতৃত্বে এএসআই নাজিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্সের অভিযানে উপজেলার জয়াগ কলেজ গেইট সংলগ্ন দক্ষিণ পার্শ্বে সোনাইমুড়ী-রামগঞ্জ সড়কের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নিজ মেহার বর্ধন বাড়ীর মৃত পরেশ চন্দ্র পালের ছেলে উত্তম কুমার পাল (৫২) এবং মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ী উপজেলার হাসাইল রায় বাড়ির বলরাম চন্দ্র রায়ের ছেলে অজয় রায় (৩৩)।এ সময় পুলিশ তাদের কাছ থেকে ১৪ বোতল বিদেশি হুইসকি ও ৩বোতল ভোটকা উদ্ধার করে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।