June 3, 2023, 10:17 pm
মোঃলিটন মাহমুদ মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
আজ ৮ই আগষ্ট ( সোম বার) দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীগঞ্জ পুরাতন বাস ষ্টান্ডে মুন্সীগঞ্জ সদর থানার আয়োজনে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন গণপরিবহন
মালিক, ড্রাইভার ও হেল্পারদের সহিত সতর্কীকরণ সভা অনুষ্টিত হয়েছে ।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ,
মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব মিনহাজ উল ইসলাম ।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব তারিকুজ্জামান এর সভাপত্বিতে এবং মুন্সীগঞ্জ সদর থানার এস আই মোঃফরিদউজ্জান ফরিদের সঞ্চালনায় উক্ত
পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন গণপরিবহন
মালিক, ড্রাইভার ও হেল্পারদের সহিত
সতর্কীকরণ সভায় আরো উপস্হিত ছিলেন ,মুন্সীগঞ্জ সদর থানার ইন্সপেক্টর ( অপারেশন ) মোঃমোজ্জামেল হক ,মুন্সীগঞ্জ জেলা শ্রমিক লীগের আহবায়ক মোাঃ আক্কাস আলী ,মুন্সীগঞ্জ সদর থানার জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃসুমন বেপারী ,মুন্সীগঞ্জ সদর থানার সিনিয়ার সহ -সভাপতি মোঃহানিফ মৃধা ,মুন্সীগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারন সন্পাদক মোঃ আবুল কাসেম মোল্লা ,
বাংলাদেশ মটর চালক লীগ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃআওলাদ হোসেন ,বাংলাদেশ মটর চালক লীগ মুন্সীগঞ্জ জেলা শাখার সিনিয়ার সহ সভাপতি মোঃসুজন মাহমুদ ,,বাংলাদেশ মটর চালক লীগ মুন্সীগঞ্জ জেলা শাখার অর্থবিষয়ক সন্পাদক মোঃশহিদুল্লাহ , মোঃ মনির হোসেন, মোঃঅনিক ,মোঃআরিফ সহ আরো অনেকেই উপস্হিত ছিলেন ।