March 16, 2025, 10:25 pm
মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।
লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার ভেলাগুড়ি ইউপির মধ্য কাদমা মৌজায় বিশেষ অভিযান চালিয়ে ১২২বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও মোটরসাইকেল উদ্ধারসহ দুইজন কে গ্রেফতার করেন হাতীবান্ধা থানার পুলিশ।
লালমনিরহাটের হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহ আলম, এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ হারুন অর রশিদ, ও সঙ্গীয় ফোর্স সহ হাতীবান্ধা থানাধীন ভেলাগুড়ি ইউপির মধ্য কাদমা মৌজাস্থ দইখাওয়া হইতে সোনারদিঘী গামী কাঁচা রাস্তা উপর হইতে ১২২ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল এবং মাদক বহনকারী ০১(এক) টি রেজিঃ বিহীন কালো রংয়ের HONDA X BLADE ১৬০ সিসি মোটরসাইকেলসহ দুই জন কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন সাদেকুল ইসলাম(২৩),পিতা নুরুজ্জামান, গ্রাম বনচৌকি ৬ নং ওয়ার্ড ভেলাগুড়ি ইউনিয়ন। রাকিবুল ইসলাম(২২),পিতা মৃত ওমর ফারুক,গ্রাম দইখাওয়া ৬নং ওয়ার্ড গোতামারী ইউনিয়ন, উভয়ের থানা হাতীবান্ধা জেলা লালমনিরহাট।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হাতীবান্ধা থানার মামলা হয়। মামলা নং ১৫, তারিখ – ধারা – ৩৬(১) সারণির ১৩(গ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহ আলম, জানান গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার ভেলাগুড়ি ইউনিয়নের মধ্য কাদমা মৌজায় বিশেষ অভিযান চালিয়ে ১২২ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল এবং ১টি মোটরসাইকেল সহ দুই জনকে গ্রেফতার করেন হাতীবান্ধা থানার পুলিশ।
হাসমত উল্ল্যাহ।।