September 17, 2024, 3:16 pm
মো. সেলিম মিয়া (ময়মনসিংহ) ফুলবাড়িয়া প্রতিনিধি : বিএনপি’র আহ্বানে বিদ্যুতের লোড শেডিং ও জ্বালানিখাতের অব্যবস্থাপনার প্রতিবাদে আহত কর্মসূচি পালনকালে ভোলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম ও ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫.২৫ মিনিটে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফুলবাড়িয়া উপজেলা ও পৌর শাখা। উপজেলা সাবরেজিস্ট্রি অফিস চত্বর হতে বের হওয়া মিছিলের নের্তৃত্ব দেন যুবদল সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মীর ও যুব নেতা মুনজুরুল হক খান, প্রকৌশলী শামসুর রহমান শামীম। ফুল্লরা চত্বর হতে বের হওয়া মিছিলের নেতৃত্ব দেন পৌর যুবদল সভাপতি আনার সাদত আনার ও সাধারণ সম্পাদক লুৎফল কবীর সালেক। গার্লস স্কুল হতে বের হওয়া মিছিলের নেতৃত্ব দেন উপজেলা যুবদল সভাপতি কামরুজ্জামান মীর আজাদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। মিছিলগুলোতে পুলিশ বাঁধা না দিলেও তাদের নির্দেশনায় বাস্তবায়িত হয়। এর আগে সকাল থেকে সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ টহল ও অবস্থান নেয়।