February 15, 2025, 4:25 pm
এইচ,এম রাজিব
মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক যুব- ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এর সঙ্গে গতকাল মঙ্গলবার রাত ৯ টায় তাঁর মাগুরা বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন শালিখা রিপোর্টার্স ইউনিটির নব নির্বাচিত সদস্যবৃন্দ। এ সময় ড. শ্রী বীরেন শিকদার এর হাতে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক তুলে দেন শালিখা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহীদুজ্জামান চাঁদ, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহ সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম রাজিব,সহ-সাংগঠনিক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহিনুর রহমান, প্রচার সম্পাদক আবু হুরায়রাসহ আরো অনেক । জনবান্ধব ও সাংবাদিকবান্ধব একজন নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পেরে শালিখা রিপোর্টার্স ইউনিটির নব নির্বাচিত সদস্য বৃন্দ মহান এই নেতার প্রতি অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।