November 5, 2024, 7:21 am
রিপোর্ট!! সুমন তালুকদার গৌরনদী।
বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দর, দুই শত বছরেরও বেশি এই পুরনো বন্দর ব্রিটিশ বন্দর হিসেবেও অনেকের কাছে পরিচিত। আড়িয়াল খাঁ শাখা নদী পালরদী নদীর তীরে এবং ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব পাশে অবস্থিত এই বন্দর।
নদী তীরে অবস্থিত ট্রলার ঘাট ও বিআইডব্লিউ এ’র ঘাট, দুইটি ঘাটই প্রতিবছর সরকারিভাবে ইজারা দেওয়া হয়, তবে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে অনেকেই এই ঘাট সরকারি রেট এর চেয়ে তিন গুণ চারগুন বেশি রেটে ডেকে আনেন যার বলি হয় বন্দরের ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের কাছ থেকে দাবি করা হয় অতিরিক্ত ঘাট খাজনা,যা চলতি বছর মাত্রা ছাড়িয়ে গেলে বন্দরের ব্যবসায়ীরা অভিযোগ করেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের কাছে, সেই অভিযোগের ভিত্তিতে তিনি এই অঞ্চলের গণমানুষের নেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর নির্দেশে ৩০জুলাই শনিবার দুপুর সাড়ে বারোটায় বন্দরের ট্রলার ঘাটে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন, এবং বিগত বছরের চেয়ে অতিরিক্ত ঘাট খাজনা আদায় এবং প্রদান করতে নিষেধ করেন
ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে তার টরকি বন্দরে আগমন এবং ব্যবসায়ীদের সমস্যা সমাধান করায় বন্দরের ব্যবসায়ীরা আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন,
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন,টরকি বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি রাজু আহমেদ হারুন হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, গৌরনদী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আল আমিন হাওলাদারসহ অন্যান্যরা।