March 16, 2025, 10:35 pm
খাগড়াছড়িতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ওয়ালটন শো-রুম আলাদা ট্যাগ বসিয়ে মূল্য কারচুপি করছে। ৩৬৯০ টাকার ফ্যান ৪৩৯০ টাকা বিক্রি করছে। এমতাবস্থায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৪০,০০০ টাকা জরিমানা করলো।
অন্যদিকে খাগড়াছড়িতে নূরজাহান ইলেকট্রনিকস ও সিঙ্গারকে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ইলেকট্রনিকস সামগ্রী বিক্রয় করায় ২৭ জুলাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাগড়াছড়ি জেলা কার্যালয় কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়।
উভয় প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় উক্ত জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান চলমান থাকবে।