December 14, 2024, 7:46 am
নিজস্ব প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অর্ন্তগত আমিনপুর থানা আওয়ামীলীগের উদ্যোগে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার আহম্মদুপর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়ার স ালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব। বিশেষ অতিথির বক্তব্য দেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু এবং সুজানগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আমিনপুর থানা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন,সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেছারা খাতুন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ শামসুর রহমান, স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ, সাইফুল ইসলাম ও ইউপি সদস্য বাবু প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।