February 15, 2025, 5:15 pm
আগৈলঝাড়া থেকে
বি এম মনির হোসেনঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া থানাধীন বাশাইলের সন্তান
নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (মিলন)’র পিতা
আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেনের মামা
বীর মুক্তিযোদ্ধা আঃ কাদের মোল্লা(৮৩)অসুস্থ হলে বৃহস্পতিবার রাতে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে (ইন্নালিল্লাহি…..রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ৬ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্যা আত্মীয়-স্বজন রেখে গেছেন। শুক্রবার সকাল ১০টায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড়বাশাইল ঈদগাঁও ময়দানে জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে রাষ্ট্রীয় মর্যায় দাফন সম্পন্ন করা হয়েছে। তার জানাজার নামাজে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল আল -বেরুনী,আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধাগন,আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মাজহারুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম রব,সাংবাদিক আকাশসহপ্রমুখ।