February 15, 2025, 4:45 pm
কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর নাগরিক সমাজের আয়োজনে নড়াইলের দিঘলিয়ায় সাম্প্রদায়িক হামলাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২০জুলাই শহরের দৌলত বিশ্বাস চত্ত্বরে নাগরিক সমাজের সভাপতি এ্যাড. আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে ও সাংবাদিক দীলিপ মোদকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন নাগরিক সমাজের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আজিজুর রহমান। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফুল-উজ-খান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, উপজেলা কমিউনিস্টপার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, উপজেলা খেলাঘরের সদস্য সচিব সৈয়দ আকমল আলী, উদীচি শিল্পিগোষ্ঠীর সভাপতি অনুপম মোদক, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাস, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, ওয়ার্কাস পাটির নেতা বাবুর আলী গোলনার, শিক্ষক স্বপন মন্ডল প্রমুখ।