December 9, 2023, 7:05 am
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জের পল্লীতে পুকুরের পানিতে ডুবে মোস্তাকিন নামে দশ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের ভূল্লিরহাটের উত্তর পাশে ভগীরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই এলাকার মোঃ জহুরুল ইসলামের ছেলে মোস্তাকিন (১০)।
উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিনুর রহমান চৌধুরী শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে বাসা থেকে তিন জনের সাথে খেলতে বের হয় মোস্তাকিন। ঘরে না ফেরায় খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়। পরে বীরগঞ্জ থানা পুলিশ কে আবগত করা হয়।
সংবাদ পেয়ে এসআই মমিনুল ঘটনাস্থলে পরিদর্শন করেন।
এব্যাপারে বীরগঞ্জ থানার এসআই মমিনুল জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি, শিশুটির মৃগী রোগ ছিল। শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফন করতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মোঃ নাজমুল ইসলাম (মিলন)
দিনাজপুর প্রতিনিধি।