February 15, 2025, 7:27 am
আরিফ রববানী ময়মনসিংহ।।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদ এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে মিলাদ,দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় তরুণ পার্টি ময়মনসিংহ জেলার আয়োজনে সদর উপজেলার বেলতলী এলাকায় দুপুর ৩টায় উক্ত মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় তরুণ পার্টি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি কাউসার আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রয়াত এরশাদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান এর উপদেষ্টা ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডা, কে আর ইসলাম, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জননেতা জাহাঙ্গীর আহমেদ, জাতীয় পার্টির চেয়ারম্যানের ব্যক্তিগত চিকিৎসক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা, মুস্তাফিজুর রহমান আকাশ, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শরিফুল আলম তপন, মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল কাইয়ুম, ময়মনসিংহ জেলা জাতীয় ছাত্রসমাজের সাবেক সভাপতি শরিফ খান পাঠান মিল্টন, ময়মনসিংহ মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি বাদশা মিয়া, ১২ নং ভাবখালী ইউনিয়ন এর সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী ,মহানগর জাতীয় পার্টির যুগ্ন প্রচার সম্পাদক মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ জেলা জাতীয় তরুণ পার্টির সাধারণ সম্পাদক হুসেইন মোঃ সারোয়ার সরকার, সহ-সভাপতি বাবু প্রসাদ দাস, সহ-সভাপতি এম এ রশিদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বুলেট, জহির আহমেদ খোকন, আবু বকর সিদ্দিক রুবেল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সম্রাট জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম আতিক, যুগ্ম অর্থ সম্পাদক আতাউল করিম আকুন্দ ধর্ম বিষয়ক সম্পাদক ডক্টর ফরীদ আহমেদ নোমান সহ জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও এরশাদ ভক্ত স্থানীয় বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।