March 31, 2023, 6:06 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
গর্ভবতী ভাতা বা দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচি আওতায় ময়মনসিংহের সদর উপজেলার ৫নং সিরতা ইউনিয়নে গর্ভবর্তী মা দেরকে ভাতার টাকা প্রদান করা হয়েছে।
কর্মসূচীর আওতায় গর্ভবর্তী মা দেরকে ভাতার টাকা মধুমতি ব্যাংক সিরতা এজেন্ট ও জয়বাংলা বাজার মধুমতি ডিজিটাল পয়েন্ট এর মাধ্যমে টাকা প্রদান কর্মসূচির উদ্ভোধন করেন সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাইদ।
দরিদ্র প্রতিবন্ধী মা, বসতবাড়ি রয়েছে বা অন্যের জায়গায় বাস করে,নিজের বা পরিবারের কোনো কৃষি জমি, মৎস্য চাষের জন্য পুকুর নেই এমন গর্ভবতী মা দের সন্তানেরারা যেন অর্থ অভাবে শিশুর মানসিক ও শারীরিক বিকাশ যাতে ব্যাহত না হয় তারই ধারাবাহিকতায় সরকার গর্ভবতী মায়ের জন্য সরকারি ভাতা প্রদানের প্রচলন করেছে বাংলাদেশ সরকারের সফল ও জনবান্ধব প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। প্রতি মাসে ৮০০/- হারে প্রতি ৬ মাস অন্তর অন্তর করে ৪ বার বা ২৪ মাস ভাতার সুবিধা পায় গর্ভবতী নারীরা। এসময় তিনি বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই ধারা অব্যাহত রাখতে তিনি সিরতা ইউনিয়নবাসীকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
গরীব হত-দরিদ্র অসহায় গর্ভবতী মায়েরা মাতৃত্বকালীন ভাতার টাকা পেয়ে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাইদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।