November 23, 2024, 8:16 am
নিজস্ব সংবাদদাতাঃ চাঁদাবাজি মামলায় পটিয়ায় পাঁচজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তারা হলেন-নুরুল আবছার (৩৭), মো. মহসিন (৩৭), ফরহাদুল ইসলাম মেজ্জান (২০), হেলাল
উদ্দিন (৩৫) ও নেজাম উদ্দিন (২২)। সোমবার দুপুরে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিশে^শ^র সিংহের আদালতে আত্মসর্পণ করতে গেলে বিচারক শুনানী
শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।জানা গেছে, উপজেলার হিলচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন নিলাম
কাজের ঠিকাদার রবিউল ইসলামের কাছ থেকে নুরুল আবছারসহ ৫জন ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপরাগত প্রকাশ করলে আসামীরা ঠিকাদার ও তার
ভাই জফিউল ইসলামকে মারধর করেন। এ ঘটনায় পটিয়া ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা হয়। মামলা নং- ৫১৯/২১। পরবর্তীতে পটিয়া থানার এসআই মো. মোরশেদ
আসামীদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করলে আদালত তা গ্রহণ করে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে। ওই মামলায় আত্মসর্মপন করতে গেলে
বিচারক তাদের ৫জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে নুরুল আবছার চাঁদাবাজি মামলায় কারাভোগ করেছেন বলে মামলার বাদী রবিউল ইসলাম জানিয়েছেন।
পটিয়া সিনিয়র জুডিশয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এডভোকেট জসিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।