April 12, 2025, 7:29 am
মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ৮নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজা এলাকা হইতে অভিযান চালিয়ে ৩০গাঁজাসহ এক জনকে গ্রেফতার করেন।পলাতক এক জন।
লালমনিরহাট কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)এ টি এম গোলাম রসুল, এর নেতৃত্বে এসআই মফিজুল হক,এ এস আই অজিত কুমার সরকার, ও সঙ্গীয় ফোর্স সহ কালিগঞ্জ থানাধীন ৮নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর সিরাজুল মার্কেট এলাকায় অভিযান চলিয়ে ৩০কেজি মাদকদ্রব্য গাঁজা এবং ০১ টি মাইক্রোবাস উদ্ধারসহ জাহিদ হোসেন জিফাত কে গ্রেফতার করেন কালীগঞ্জ থানার পুলিশ। এবং ঘটনার স্থান থেকে সুকৌশলে পালিয়ে যায় এক জন।
গ্রেফতারকৃত আসামিহলে জাহিদ হোসেন জিফাত(২২)পিতা দেলোয়ার হোসেন, গ্রাম বাড়াই পাড়া ৪নং ওয়ার্ড ইউনিয়ন টংভাঙ্গা থানা হাতীবান্ধা জেলা লালমনিরহাট। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়। মামলা নং -০২, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(গ)/৩৮/৪১ রুজু করা হয়।
লালমনিরহাটের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)এ টি এম গোলাম রসুল, জানান গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকা হইতে অভিযান চালিয়ে ৩০কেজি গাঁজাসহ এক জনকে গ্রেফতার করেন।
হাসমত উল্ল্যাহ।।