February 15, 2025, 4:04 pm
কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলামের সঙ্গে উপজেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩জুলাই পৌর মেয়রের কার্যালয়ে উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, অতিরিক্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আছাদুজ্জামান, কোষাধ্যক্ষ জনাব আলী, নির্বাহী সদস্য বি এম শহিদুজ্জামান শহিদ, হাবিবুর রহমান, আব্দুল লতিফ, উত্তম বসু, অর্পণা আইচ, মনিরা খানম প্রমুখ।
উপজেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সভার শুরুতেই পৌর মেয়র রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান।