মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৯:৫৯ পূর্বাহ্ন
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভোটে সভাপতি মো. ওুহুল আমিন, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রাজা নির্বাচিত হয়।
গতকাল শনিবার পীরগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে পীরগঞ্জ পৌর বিএনপির এ সম্মেলন ও ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনে গোপন ব্যালটের ভোটে সভাপতি মো.রুহুল আমিন, সাধারন সম্পাদক মো. রেজাউল করিম ও মো. আরিফুজ্জামান আরিফ সাংগাঠনিক সম্পাদক-১, মো. ফারুক হোসেন সাংগঠনিক সম্পাদক -২ নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে জয়নাল আবেদীন ১৫ ভোটের ব্যবধানে হারিয়ে মো.রুহুল আমিন ও সাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম ১৯৬ ভোটের ব্যবধানে হারিয়ে মো. রেজাউল করিম রাজা নবনির্বাচিত হয়। সাংগঠনিক সম্পাদক পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এখানে সাংগঠনিক-১ পদে মো. আরিফুজ্জামান আরিফ সর্বোচ্চ ভোট ৪৩৯ ও সাংগঠনিক-২ মো. ফারুক হোসেন দ্বিতীয় সর্বোচ্চ ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম প্রধান নির্বাচন কমিশনের আহবায়কের দায়িত্ব পালন করেন। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার নূর করিম জানান, মোট ভোটার ৬৩৯ জন। পাঁচশত ৫২জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। পরে বিকেল ০৪টা ত্রিশ মিনিটে ফলাফল ঘোষনা করা হয়।
এ সময় সম্মেলনে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
মো. আবু জাহেদ
পীরগঞ্জ, ঠাকুরগাঁও