মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৯:০৬ পূর্বাহ্ন
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামগঞ্জ বাজারে জহুরুল ইসলামের সরিষা মিলে তেল ভাঙ্গার পাশাপাশি পাওয়া যাচ্ছে খাঁটি সরিষার তেল।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সোনারায় ইউনিয়নের ফতেখাঁ গ্রামের মোঃ শামসুল হকের ছেলে জহুরুল ইসলাম(৩৪) এর রামগঞ্জ বাজারে সরিষা মিলে তেল ভাঙ্গা ও বেচাকেনার দৃশ্য। উপজেলার বিভিন্ন এলাকা হতে মানুষজন এসে তার মিলে সরিষা ভেঙ্গে তেল করে নিয়ে যাচ্ছে। প্রতি কেজি সরিষা ভাঙ্গার খরচ ও পারিশ্রমিক হিসেবে নেয়া হয় ১২ হতে ১৪ টাকা। অনেকে আবার বাজারের তেল ভেঁজালযুক্ত ও দাম বেশি হওয়ায় তেল কেনার জন্য ভিড় করছে জহুরুল ইসলামের সরিষা মিলে। যেখানে বাজারের তেল ভেঁজালমুক্ত না হয়েও ২০০ টাকা লিটার। অথচ এখানে খাঁটি সরিষার তেল বিক্রি করা হয় প্রতি লিটার ১৮০ হতে ১৯০ টাকা। এব্যাপারে তেল ক্রেতা মিঠু মিয়ার সাথে হলে তিনি জানান, জহুরুলের মিলে আমি সবসময় তেল কিনি, কারণ এখানকার তেলও খাঁটি, মাপও ভাল। এছাড়া দামও কম। মিলে সরিষা ভাঙ্গতে আসা মিজানুর রহমান বলেন, আমি এখানে নিয়মিত সরিষা ভাঙ্গি কোন কমবেশি করা হয় না যত্ন সহকারে কাজ করা হয়। এনিয়ে জহুরুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান,ভাই আমি মেঘনা গ্রুপের চাকরি করি পাশাপাশি নিজেবাজে মিল চালাই। আশা করি আগামী দিনে এখান থেকে আমি ভাল কিছু পাব। সব মিলে দেখা গেছে ভালোই চলছে জহুরুলের সরিষা মিল ও সংসার ।