শুক্রবার, ২০ মে ২০২২, ০৫:১৮ অপরাহ্ন
(জেলা প্রতিনিধি)
খাগড়াছড়িতে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীকে বহনকারী সরকারি গাড়িতে হামলা চেষ্টার অভিযোগে আজ ১মার্চ রোজ মঙ্গলবার জেলার সকল উপজেলাতে বিক্ষোভ মিছিল ও আলোচনাসভার আয়োজন করা হয়।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক চন্দন কুমার দে সাথে ফোনালাপে জিজ্ঞেস করতে বলেন, অপরাধী যে হোক না কেন তদন্তে সাপেক্ষে এই ঘটনার পেছনে কে বা কারা যুক্ত রয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান।
উক্ত বিক্ষোভ মিছিল ও আলোচনাসভায় বাংলাদেশ আওয়ামী লীগ, খাগড়াছড়ি জেলা শাখাসহ সকল উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের সভাপতি/সম্পাদকগণসহ অন্যান্য নেতৃবৃন্দগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।