শুক্রবার, ২০ মে ২০২২, ০৩:৫৪ অপরাহ্ন
মোঃ সেলিম মিয়া (ফুলবাড়িয়া) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির সভায় নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। গত বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভার শুরুতে উপজেলা পরিষদের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যানদের বরণ করে নেওয়া হয়। পাশাপাশি ইউপি চেয়ারম্যানবৃন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহি অফিসার কে ফুল দিয়ে বরণ করে নেন। পরে চেয়ারম্যানরা গ্রুপ ছবিতে মিলিত হন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: আব্দুল মালেক সরকার। স ালনায় উপজেলা নির্বাহি অফিসার আশরাফুল ছিদ্দিক। এতে ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান ও সকল বিভাগের বিভাগীয় প্রধানরা অংশ নেন।