শুক্রবার, ২০ মে ২০২২, ০৫:২৭ অপরাহ্ন
খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি
ঘন কুয়াশায় লাইট জ্বালিয়েও পথ দেখতে না পেয়ে রংপুর-দিনাজপুর মহাসড়কে পিকআপ-মিনিবাস মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে মিনিবাসের চালক নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে মহাসড়কের তারাগঞ্জের খিয়ারজুম্মা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর থেকে ছেড়ে নীলফামারী-ডোমারগামী রাবেয়া এন্টারপ্রাইজ নামের পরিবহন রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের খিয়ারজুম্মা এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়ে মিনিবাসটি পাশের খেতে নেমে যায়। বাসের সামনের গ্লাস ও রড ভেঙে ওই বাসের চালক খায়রুল ইসলামের পেটে ঢুকে যায়। স্থানীয় লোকজন মৃত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেন। খায়রুল ইসলামের বাড়ি নীলফামারী সদর উপজেলার দক্ষিণ হাজরা গ্রামে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি নুরনবী প্রধান বলেন, বাস ও পিকআপের মুখোমুখি সংর্ঘষে বাসের চালক নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে পিকআপ ভ্যানটি থানায় আনা হয়েছে। বাসটি ঘটনাস্থলের পাশে জমিতে রয়েছে। সেটিও উদ্ধারের চেষ্টা চলছে।