শুক্রবার, ২০ মে ২০২২, ০৪:২৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক।।
রেমিটেন্সযোদ্ধা প্রবাসীদের অহেতুক যেন হয়রানী না করে এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সুদৃস্টি কামনা করেছেন ইতালী আওয়ামীলীগের নেতা,আয়েবার যুগ্ম মহাসচিব. বিশিষ্ট ব্যসায়ী ও সমাজসেবক এম এ রব মিন্টু। তিনি বলেন সারা বিশ্ব এখন করোনা ভাইরাসে আক্রান্ত। এসময়ে নিয়মিতভাবেই প্রবাসীরা বাংলাদেশে তাদের প্রয়োজনে এসে চরম ভোগান্তির মধ্যে পরতে হচ্ছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি কিছু এলাকায় প্রশাসনের কিছু অতিউৎসাহী (স্বাস্হ্য-পুলিশ)কর্মকর্তা সহ বিভিন্ন এলাকার অসাধু লোকদের দ্বারা প্রবাসীদের কোয়ারান্টাইনের নামে চরম হয়রানী করছে।তারা মনে করছে প্রবাসী মানেই করোনা ভাইরাসে সংক্রমিত।তিনি বলেন প্রবাসীদের সাথে এহেন আচরনের ফলে বিশ্বের বিভিন্ন দেশে অবস্হানরত প্রবাসীরা চরম উদ্বিগ্ন। রেমিটেন্সযোদ্ধা প্রবাসীদের এহেন হয়রানি রোধকল্পে প্রবাসীবান্ধব আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।পাশাপাশি বাংলাদেশে যারা মার্চ মাসে প্রবেশ করেছেন তাদের সরকারী নিয়ম মেনে ১৪ দিন নিজের পরিবার পরিজন সর্বোপরি দেশের স্বার্থে ১৪ দিন কোয়ারান্টাইনে থাকার ও সরকারি নির্দেশনা মানার পরামর্শ দেন। এছাড়াও তিনি মহান আল্লাহ কাছে এই মহামারী করোনা ভাইরাস করাল গ্রাস থেকে সমগ্র বিশ্বের মানুষকে হেফাজত করে এই প্রার্থনা করেন।