বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৮:৪০ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি //
পিরোজপুরে স্বরূপকাঠী উপজেলায় আউরিয়ার মৃত আব্দুল গনী মিয়ার ছেলে সুদখোর হাকিম চেীধুরির বিরূদ্ধে চেক জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। শাহিন ও শরিফা বেগমকে মাত্র ৭০ হাজার টাকা ঋন দেয়ার কথা বলে ব্লাঙ্ক চেক
জমা রাখে এবং চেকের পাতায় তিন লক্ষ টাকা লিখে রাখার দুঃসাহস দেখিয়েছেন আত্মস্বীকৃত সুদ ব্যবসায়ী হকিম চেীধুরি।
এ বিষয় শাহিন ও তার স্ত্রী শরিফা বেগম সিনিয়র সহকারি পুলিশ সুপার নেছারাবাদ সার্কের মোঃ রিয়াজ হোসেন পিপিএম এ বরাবরে একটি লিখিত অভিযোগ করেন। পরে বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ কে নিয়ে সমাধানের চেষ্টা করা হলে কোন সমাধান হয়নি। বৈঠকের এক পর্যয়ে পবীত্র কুরয়ান শরিফের উপর হাত রেখে হকিম চৌধুরি বলে, আমি শাহীন কে এক লক্ষ পাঁচ
হাজার টাকা ঋন দিয়েছি এবং এই সিদ্ধান্ত গৃহিত হয় যে, শাহিন ছয় মাসের মধ্যে টাকা ফেরত দিবে।যা শাহিন শরিফা কোন ভাবেই মেনে নিতে পারেনাই সিদ্ধান্ত শুনে শরিফা অজ্ঞান হয়ে পড়ে।
অথচ শাহিন ও শরিফার সাথে হাকিম চৌধুরির মোবাইলে যে কথাবার্তা হয় তাতে পরিস্কার বোঝযায় শাহিন এক টাকাও নেয়নি। শাহিন ঋন চাইলো ৭০ হাজার টাকা, হাকিম চৌধুরি বললো ঋন নিয়েছে ১,০৫,০০০টাকা, চেকের পাতায় লেখা হইলো তিন লক্ষ টাকা। ঘটনাটি নিয়ে স্বরূপকাঠীতে স্থানীয় মহলে সমালোচনার ঝড় বইছে হামিক চৌধুরিকে নিয়ে, সকলে একজন আত্মস্বীকৃত সুদখোর হিসাবেই দেখছেন তাকে এনজিও থেকে সুদে টাকা এনে দ্বীগুন লাভে সুদে লাগায় হাকিম চৌধুরি। এ বিষয় নেছারাবাদ থানার এস আই মজিবুর রহমান জানান, আমরা অভিযোগের বিষয়ে খতিয়ে দেখতেছি , এভাবে কাউকেই সুধের
ব্যাবসা করতে দেয়া হবেনা। হাকিম চৌধুরি যে ভাবে সুধের ব্যবসা করতেছে এটা সম্পুর্ন আইন বহির্ভূত এবং এক লক্ষ টাকা ঋন দিয়ে ,তিন লক্ষ টাকা চেকে লিখে রাখা এটা বড় ধরনের অপরাধের মধ্যে পড়ে। সার্কেল স্যার আছেন ওসি
স্যার আছেন তাদের সাথে আলাপ করে আমরা আইনানুক ব্যাবস্থা নিব।নেছারাবাদ উপজেলার সকল গ্রাম গুলোতে ছড়িয়ে পড়েছে সুদের ব্যবসা যা বর্তমানে মহামারি আকার ধারণ করেছে। সুদ খোরদের রোষানলে পড়ে অসহায় হয়ে পড়েছে সমাজের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সাধারণ মানুষগুলো।সুদ খোরদের
নেই কোন সরকারি বৈধতা তাদের এমন কর্মকান্ডে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও নেই কোন পদক্ষেপ।আর যে কারনে ঋনের নামে এসব শোষণ বেড়েই চলছে।সমাজের এই ক্ষতিকর সমাজ-বিরোধী অবৈধ ব্যাক্তি বিশেষ সুদ ব্যবসা উচ্ছেদে এলাকাবাসীর
দাবি সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ ও প্রশাসন এ ব্যাপারে জরুরী পদক্ষেপ নেয়া প্রয়োজন ।