April 19, 2024, 12:21 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সাভারে ডিবি পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসস্ত্রসহ ৮ জন ডাকাতকে গ্রেফতার দক্ষিণ চাটরা সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজা উপলক্ষে ধর্মসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে,সংসদ সদস্য বরগুনা সদর উপজেলায় রূপান্তর আস্থা প্রকল্পের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জাতীয় পতাকার অন্যতম নকশাকার ও দেশপ্রেমিক শিব নারায়ণ দাস আর নেই উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ মধুপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রবাসীকে মারপিট করে গুরুতর আহত তানোরে প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী কেশবপুরে শহীদ বীর মুক্তিযোদ্ধার ওয়ারেশগণের সংবাদ সম্মেলন সুজানগরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-৩ আসনে পীরগঞ্জ-রানীশনকৈল তৃনমূল পর্যায়ে গণজোয়ারে গোপাল চন্দ্র রায়ের একতারা মার্কা

ঠাকুরগাঁও-৩ আসনে পীরগঞ্জ-রানীশনকৈল তৃনমূল পর্যায়ে গণজোয়ারে গোপাল চন্দ্র রায়ের একতারা মার্কা

গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।ঠাকুরগাঁও-৩ আসনে আসন্ন উপনির্বাচনে ইভিএম ভোটিং ব্যালটে গোপাল চন্দ্র রায়ের একতারা প্রতীক সবার উপরে সর্ব প্রথম-গণজোয়ার বিভিন্ন তথ্য সূত্রে অনুসন্ধানে জানা যায়,অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় তৃণমূল পর্যায়ে জনগণের ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন।ভোটের মাঠে ব্যাপক উত্তাল তরঙ্গের ঢেউ উঠেছে একতারা মার্কায়।
প্রচারণায় এগিয়ে গনজোয়ারে একতারা মার্কা এমপি পদপ্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলায় ব্যাপক গনজোয়ার ভোটের মাঠে সক্রিয় অবস্থান গোপাল সমর্থক কর্মী ও ভোটাররা।

এ উপনির্বাচন নিয়ে ঠাকুরগাঁও-৩ আসনের পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে পর্যবেক্ষন করে জানা যায় যে, ডিএন ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় একতারা প্রতীকে ভোটের মাঠে গণজোয়ারে আছেন।এ নিয়ে ২৬শে জানুয়ারী পীরগঞ্জ উপজেলার ১নং ভোমারদহ ইউনিয়নের জনগাঁও, তরলা,বিষ্ণুপুর,রাধিকাপুর।
২ নং কোষারানীগঞ্জ ইউনিয়নের ভামদা,রামদিবপুর,অকাশিল,গরুরা,কোষাডাঙ্গী পাড়া,রাঘবপুর।৩নং খনগাঁও ইউনিয়নের শিমুলবাড়ী,বনবাড়ী,চাঁদপুর,আরাজী উজ্জ্বলকোঠা, কালিয়াগঞ্জ,ঘিডোব,
হবিপুর,খনগাঁও,বিশ্বাসপুর।

৫নং সৈয়দপুর ইউনিয়নের ডুংডুংগিরহাট,কোঠাপাড়া,ঝলঝলী,বসন্তপুর,
পোড়াপুকুর,শিবপুর,কালপীর,নিয়ামতপুর,ভাদুয়া,কোষাবিলপাড়া,ইনুয়া,ভুর্বুশীকালী,ভাবনগঞ্জ।
৬নং পীরগঞ্জ ইউনিয়নের চাপোড়,মসলন্দপুর,ভেলাতৈড়,পয়েন্ধা,বিশমাইল,নারায়ণপুর,গড়গাঁও,দূর্গাপুর।
৭নং হাজীপুর ইউনিয়নের সাটিয়া,সিংগারোল,ভেবড়া,খটসিংগা,দিহানগর,শাশোহর,ধরোবাড়ী,সিন্দাগড়,গোহালডাঙ্গী,রাতন,লক্ষীপুর,আলশিয়া,কৃষ্টপুর,পটুয়াপাড়া,হাজীপুর।
৯নং সেনগাঁও ইউনিয়নের কানাড়ী গোসাঁইপুর,চন্ডীপির,নোহালী,আগ্রাগরিনাবাড়ী,হরসূয়া,বনডাঙ্গা,ফাটারহাট,বেলদহী,বেলসূয়া,ফকিরগঞ্জ,বেলসূয়া,দস্তমপুর,সিন্দর্না,গোদাগারী, বাসন্ডী।
১০ নং জাবরহাট ইউনিয়নের মাটিয়ানী,বৃদ্ধিগাঁও,চন্দোরিয়া,গিলাবাড়ী,মালঞ্চ,গোলন্দগা,কলিযুগ,সেত্রাপাড়।
১১নং বৈরচুনা ইউনিয়নের পতিলা বিল,ইন্দ্রইল,দোপাইল,রামনা চান্দোহর,ঝাপেরতৈল,এবং রানীশংকৈল উপজেলার।
৬নং লেহেম্বা ইউনিয়নের কোচল,লেহেম্বা,বিরাশি,সিং পাড়া,ভবানীপুর,পকম্বা,গোগর।
৫নং বাচোর ইউনিয়নের কাতিহার মাধবপুর,গুয়াগা,বাজেবাক্সা,ভাংবাড়ী,শ্যামপুর রাঘবপুর।
১নংরাতোর ইউনিয়নের বাংলাগড়,আরাজী গোপীনাথপুর,বাবুরিয়া,কমুরুয়া,মালিভিটা,প্রয়াগপুর,ধামের হাট ভেদালী,
নেকমরদ ইউনিয়নেরআলশিয়া গোরকই নেকমরদ নারয়ানপুর,কুমোরগঞ্জ,কননাইট।

নন্দোয়ার ইউনিয়নের ঘুঘুডারা,বলিদারা,রামপুর,নন্দুয়ার,৩নং হোসেন গাঁও ইউনিয়নের বারঘরিয়া,কেউটান,উত্তর গাঁও,সিদলী,নাউতনগর,এবং পীরগঞ্জ ও রানীশংকৈল পৌরসভা এলাকায় খোঁজ খবর নিয়ে বিভিন্ন জনগণের সাথে আলোচনা সূত্রে ৬ প্রার্থীর মধ্যে প্রচার প্রচারণায় ভোটের মাঠে সক্রিয় অবস্থানে রয়েছেন একতারা মার্কার প্রার্থীর গণজোয়ারে এমপি পদপ্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ে।বর্তমানে একতারা সুর ব্যাপক গণজোয়ার
ঠাকুরগাঁও-৩ আসনে আসন্ন উপনির্বাচনে অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় একতারা প্রতীক ইভিএম ভোটিং ব্যালটে সবার উপরে সর্ব প্রথমেই রয়েছে নামের আদ্যাক্ষর অনুসারে ৬ জন এমপি পদপ্রার্থীর মধ্যে গোপাল চন্দ্র রায়ের একতারা প্রতীক।

এ নিয়ে ঠাকুরগাঁও-৩ আসনে গোপাল চন্দ্র রায়ের একতারা প্রতীক নিয়ে ব্যাপক আলোচনায় পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার ১৬ টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম গঞ্জে ভোটের মাঠে উত্তাল তরঙ্গের ঢেউ উঠেছে গোপাল চন্দ্র রায়ের একতারা মার্কায়।
এবিষয়ে এমপি পদপ্রার্থী গোপাল চন্দ্র রায়ের একতারা প্রতীক ভোটার সমর্থক গন বিভিন্ন এলাকায় গন সংযোগ তুমুল ভাবে চালিয়ে যাচ্ছেন।এ বিষয়ে ডিএন ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের সাথে সাংবাদিক গীতি গমন চন্দ্র রায়ের কথা হলে তিনি জানান।জনগণ ও ভোটাররা শান্তি শৃঙ্খলার মধ্যে সুষ্ঠু ভাবে ভোট দিতে পারলে আমি নিশ্চিত একতারা মার্কায় জয়ী হবো।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD