শুক্রবার, ২০ মে ২০২২, ০৫:১০ অপরাহ্ন
গৌতম নিজেস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁওয়ে ৪৪৮টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে এক কোটি ১৮ লক্ষ ৭২ হাজার টাকার গরু বিতরণ করা হয়েছে।
বিনামূল্যে গরু বিতরণ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের জলেশ্বরীতলা এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আর এই অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি।
বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ , ঠাকুরগাঁওয়ের ম্যানেজার (এপি)
লিওবার্ট চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার ড. মাখন দত্ত, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিরা ৪৪৮টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে এক কোটি ১৮ লক্ষ ৭২ হাজার টাকার গরু বিতরণ করেন।