বুধবার, ১৮ মে ২০২২, ০৯:২৪ পূর্বাহ্ন
মহিউদ্দীন চৌধুরী,নিজস্ব প্রতিবেদক।।
বাংলা সাহিত্যের বরপুত্র দেশবরেণ্য লেখকও নাট্যকার হুুমায়ুন আহমেদ এর ৭১ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির স্মরণ সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে বাওসোর সাধারণ সম্পাদক কবি ও কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেছেন, হুমায়ুন আহমেদ কেবল বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেনি তিনি বাঙালী জাতিকেও সমৃদ্ধ করে গেছেন, দুই বাংলায় সমান জনপ্রিয় এমন লেখক এই শতাব্দীতে অারেকজন জন্মদিবে কিনা সন্দেহ অাছে! মানবিক মানুষ সৃষ্টির জন্য তিনি যেসব নাটক নির্মাণ করে গেছেন তা অমর হয়ে থাকবে।গতকাল সন্ধ্যায় নগরীর তাসফিয়া গার্ডেনের কনফারেন্স রুমে রমা চৌধুরী স্নৃতি সংসদ এর সভাপতি প্রকাশক অালা উদ্দিন খোকন সভাপতিত্বে স্মরণ সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠকও লেখক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রফেসর জাহেদুল অালম, সন্মিলিত সামাজিক সংগঠন পরিষদ সহসভাপতি এম এইচ স্বপন, চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন কেন্দ্রীয় সংগঠক পিয়াল রহমান, সংস্কৃতিকর্মী জনি বড়ুয়া, হেলথ বিডির উদ্যোক্তা খন্দকার মুহাম্মদ হালিম, এডভোকেট শফিউল অালম খোকন, ইউনুস অাল হাবিব, অাব্দুর শুক্কার, মাহমুদুল করিম ।