মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৯:২৮ পূর্বাহ্ন
সুমন খান বরিশাল স্বরুপকাঠী প্রতিনিধি ঃ
নেছারাবাদ স্বরুপকাঠীতে সাত বছরের শিশুকন্যাকে চাচাতো ভাই কর্তৃক ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছে ধর্ষিত শিশুর মা। গত ১৫ নভেম্বর দুপুরে উপজেলার পূর্ব কামারকাঠী গ্রামে এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পুনরায় ২১ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে শিশুটিকে ফুসলিয়ে চকলেট খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা করা হলে শিশু কন্যাটি চিৎকার দেয়। বিষয়টি শিশুটির মা জানতে পারলে লম্পট বারেককে আসামী করে থানায় মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত ধর্ষক আঃ বারেক (৪০) ধর্ষিত শিশুকন্যাটির পাশের ঘরের এবং সম্পর্কে চাচাত ভাই বলে জানা গেছে। শিশুটি চলতি বছর স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। ২২ নভেম্বর (শুক্রবার) সকালে ধর্ষক বারেকের বিরুদ্ধে পুলিশ ধর্ষণ মামলা নিয়ে ধর্ষিতার মেডিকেল পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠিয়েছেন।
জানা যায়, পূর্ব কামারকাঠী গ্রামের শিশুকন্যাটির পিতা ও অভিযুক্ত বারেক পাশাপাশি বসবাস করছিলেন। গত ১৫ নভেম্বর দুপুরে শিশুটিকে কাঠমিস্ত্রী বারেক নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পুনরায় ২১ নভেম্বর দুপুরের দিকে মেয়েটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বারেক আবারও নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। পরে শিশুটির পরিবার বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ দিলে পুলিশ বৃহস্পতিবার সকালে মামলা নিয়ে ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর পাঠান।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম তারিকুল ইসলাম পরিবারের বরাত দিয়ে সাগরকন্যাকে বলেন, ঘটনার দিন দুপুরে অভিযুক্ত বারেক শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এ ব্যপারে বারেককে আসামী করে থানায় ধর্ষণ মামলা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে আসামীর নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।