শুক্রবার, ২০ মে ২০২২, ০৪:২১ অপরাহ্ন
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি সাইফ হাসান ।
গাবসারা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের
শিক্ষার আলো ছড়িয়ে দিতে,
প্রতিষ্ঠা করেছিলেল ওই এলাকার
বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী
( ইউনিয়ন পরিষদ সচিব) সোহরাব আলী,
বিদ্যালয়টি ইতিমধ্যে সরকারি করণ
করা হয়েছে, যমুনার দুর্গম চরাঞ্চলের
কোমলমতি শিক্ষার্থীরা আজ
পাঠদানের সুযোগ পেয়েছে। আগামী
১৮ তারিখে ৫ম শ্রেনীর ছাত্র-
ছাত্রীদের সমাপনী পরিক্ষার্থীদের
বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মোনাজাত
অনুষ্ঠিত হয়, সভায় সভাপতিত্ব করেন
বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও পরিচালনা
কমিটির সভাপতি, টাঙ্গাইলজেলা
ইউঃপি সচিব কমিটির সভাপতি মোঃ
সোরহাব আলী, প্রধান অতিথিঃ- মোঃ
সাখাওয়াত হোসেন ( এ টি ও,)ভূঞাপুর
উপজেলা। বিশেষ অতিথিঃ মোঃ
আব্দুর রাজ্জাক মিয়া সাবেক যুগ্ন
অহব্বায়ক ভূঞাপুর থানা
আওয়ামীলীগ, বিশেষ অতিথি, বিমল
কান্তি দে, সচিব গাসারা ইউঃ পি,
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল ছাত্র-
ছাত্রী, অভিভাবক, এলাকার গন্যমান্য
ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।