বুধবার, ২৫ মে ২০২২, ০৭:০১ অপরাহ্ন
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ি আংশিক)আসনে সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও নোয়াখালী জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি হাসান মঞ্জুরকে মহাজোটের প্রার্থী হিসেবে ঘোষণার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
রোববার বিকালে উপজেলা ও পৌর জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে সেনবাগ পৌর শহরের দক্ষিণ বাজার দলীয় কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলে।
পরে মানববন্ধনকারীরা একটি মৌন মিছিল নিয়ে সেনবাগ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন-উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আবদুল কুদ্দুস, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম চৌধুরী সবুজ, পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ হারুন, সেক্রেটারী মো: ফখর উদ্দিন,উপজেলা যুব সংহতির সদস্য সচিব আবু জাহের জাহিদ ও জহিরুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দগন।