বুধবার, ২৫ মে ২০২২, ০৬:২৭ অপরাহ্ন
এস.এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র করেসপন্ডেন্ট. সুন্দরবন থেকে ফিরে : সুন্দরবনের বলেশ্বর নদীর রুহিতা এলাকা থেকে কোষ্টগার্ডের অভিযান,৩০ কেজি জবাইকৃত হরিণের মাংস ,২টি চামড়া ও ২টি মাথা উদ্ধার।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদীর রুহিতা এলাকা থেকে মাংসগুলো উদ্ধার করা হয় বলে জানাগেছে। গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড এ অভিযান চালায় বলে পাথরঘাটা কোষ্টগার্ড ষ্টেশন কমান্ডার সাব লে.জহুরুল ইসলাম জানান। ঘটনার সময় পাচারকারীরা ১টি নৌকাসহ ওই মাংস রেখে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের উপস্থিতিতে উদ্ধারকৃত মাংসগুলো ধ্বংস করা হয়।এসময় উপস্থিতি ছিলেন পাথরঘাটা বন বিভাগের সহকারি রেঞ্জ কর্মকর্তা,পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি,পুলিশ সহ বিভিন্ন দপ্তরের সদস্যবৃন্দ।
সুন্দরবনের হরিন পাচপরকারীরা মাংসগুলো গোপন রুট দিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে স্থানীয়দের ধারনা।
#######