বুধবার, ১৮ মে ২০২২, ০৮:৫৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জ ডাক”র সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদের মুক্তির দাবীতে প্রেসক্লাবের মানববন্ধন
কেএম শহীদুল,সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক,পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও দৈনিক সুনামগঞ্জ ডাক”র সম্পাদক ও প্রকাশক মোঃ শেরগুল আহমদের মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১টায় সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়তনের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকমী ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীরের সভাপতিত্বে ও প্রেসক্লাবের কার্যকরী সদস্য বাংলাভিশন ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলালের সঞ্চালনায় মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি রওনক আহমেদ বখত,প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,আর টিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক আজকের সুনামগঞ্জের সম্পাদক ও প্রকাশক আবেদ মাহমুদ চৌধুরী,প্রেসক্লাবের সদস্য,এস এ টিভির প্রতিনিধি ও দৈনিক হাওরাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশ মাহতাব উদ্দিন তালুকদার,প্রেসক্লাবের কোষাধ্যক্ষ,দীপ্ত টিভির প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জ সময়ের সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদার,দৈনিক সুনামগঞ্জ ডাকের নির্বাহী সম্পাদক কে জি মানব তালুকদার,দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি ঝুনু চৌধুরী,সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিক তালুকদার বাপ্পু তালুকদার,এডভোকেট শাহীন আহমেদ,সাংস্কৃতিককর্মী সুলেমান কবীর,সময় টিভির প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র,সাংবাদিক শাহাব উদ্দিন,নিউজ টুয়েন্টি ফোর ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মোঃ বুরহান উদ্দিন,প্রেসক্লাবের সদস্য ও দৈনিক মুক্তখবরের জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল,ইউএনবি ও বিজয় টিভির প্রতিনিধি অরুণ চক্রবর্তী,সুনামগঞ্জ রিপোর্টাস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান,সাংবাদিক আল হেলাল,দৈনিক সোানলীকণ্ঠের জেলা প্রতিনিধি মোঃ ফরিদ মিয়া,দৈনিক জালালাবাদের প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, দৈনিক আজকালের প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম,সাংবাদিক মোঃ সামছুল কাদির মিসবাহ,দৈনিক সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার শহীদ নুর আহমেদ,দৈনিক হাওরাঞ্চলের স্টাফ রিপোর্টার বাবুল মিয়া, সাংবাদিক সুহেল মিয়া,ইয়াং জার্নালিষ্টের সাধারন সম্পাদক রুজেল আহমেদ,২৪ ঘন্টার প্রতিনিধি কেএম শহীদুল,আলোকিত সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার লিপসন প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক,পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও দৈনিক সুনামগঞ্জ ডাকের সম্পাদক ও প্রকাশক শেরগুল আহমদ কলেজের কাজ শেষ করে ঢাকার একটি আবাসিক হোটেল রাত্রিযাপনকালে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবলিম্বে তার নিঃশর্ত মুক্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট জোর দাবী জানান। অন্যতায় শেরগুল আহমদের মুক্তির জন্য আগামীতে আরো কঠোর আন্দোলন গড়ে তোলার ও হুশিয়ারী উচ্ছারন করেন সাংবাদিক নেতারা।
উল্লেখ্য গত ৪ নভেম্বর অধ্যক্ষ শেরগুল আহমেদ পৌর ডিগ্রি কলেজের কাজে ঢাকায় অবস্থান কালে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে নিয়ে যায় এবং পরবর্তীতে একটি সাজানো রাজনৈতিক মামলায় তাকে আসামীকে কারাগারে পাঠানো হয়। ##