বুধবার, ১৮ মে ২০২২, ১০:০২ পূর্বাহ্ন
কেএম শহীদুল,সুনামগঞ্জ প্রতিনিধি
“উন্নয়ন ও উত্তরণ আয়করের অর্জন ”প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে সুনামগঞ্জে ৪ দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার দুপুর ৩টায় কর অঞ্চল সিলেটের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । পৌর শহরের প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে বেলুন ও ফিতা কেটে ৪ দিন ব্যাপী আয়কর মেলা উদ্বোধন করা হয়। কর অঞ্চল সিলেটের যুগ্ম- কমিশনার পংকজ লাল সরকারের সভাপতিত্বে ও সাংস্কৃতিক কর্মী ফাহমিদা খান উর্মি’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড.সালেহ আহমদ, চেম্বার অব কর্মাসের পরিচালক নুরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে ৪ দিন ব্যাপী আয়কর মেলার ১১টি স্টল পরির্দশন করেন মঞ্চে থাকা অতিথিরা। ##