বুধবার, ২৫ মে ২০২২, ০৭:০৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-মুক্তাদির হোসেন বরাবরে এ লিখিত আবেদন করা হয়।
আবেদনে উল্লেখ করা হয় এই উপজেলার ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজ একটি জনগুরুত্বপূর্ণ। কিন্তু গত বছর এই উপজেলার বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাধেঁর কাজে স্থানীয় সংবাদকর্মী পিসি দাস পীযূষ পাউবো’র উপজেলা বাস্তবায়ন কমিটির একজন বিতর্কিত সদস্য ছিলেন। তিনি গেল বছর ফসল রক্ষা বাধেঁর কাজের সময় স্থানীয় পিআইসির নিকট হতে র্দূনীর্তির মাধ্যমে মোটা অংকের উৎকোচ গ্রহন করেছেন। তাই এবছর ঐ বিতর্কিত গণমাধ্যমকর্মী পি সি দাস পীজুষকে বাদ দিয়ে সবার মতামতের ভিত্তিতে ওই কমিটিতে এমন একজন সংবাদকর্মীকে দায়িত্ব দেয়া প্রয়োজন যিনি দুর্নীতিতে অভিযুক্ত নন, দক্ষ ও নীতিমালা অনুযায়ী বাঁধ নির্মাণ কাজে সহায়তা করবেন। সেজন্য তারা নতুন একজন আদর্শবান হাওর বাধেঁর কমিটিতে একজন সৎ সংবাদকর্মীকে রাখার আহ্বান জানান তাদের অবিযোগপত্রে ।
উল্লেখ্য, গত বছর ফসলহানীর পর শাল্লায় ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজে ৩৬ কোটি টাকারও বেশি বরাদ্দ দেয় সরকার। সেখানে প্রয়োজনের তুলনায় অধিক বরাদ্দের কারণে প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম হয়েছে। এসব অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধের বিষয়টি মাথায় নিয়েই উপজেলায় কর্মরত সংবাদর্মীরা একজন ন্যায়নীতি পরায়ণ সংবাদকর্মীকে ওই কমিটিতে অন্তর্ভূক্তি করার জন্য ৩জনের নাম উল্লেখ করা হয় লিখিত আবেদনে। এবিষয়ে ২০ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন স্থানীয় পত্রিকার বেশক’জন সংবাদকর্মী। যাদের মধ্যে তিনটি গ্রুপের সভাপতি/সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নির্বাহী কর্মকর্তা আপাতত দ্রুত কাজ শুরুর জন্য পূর্বের কমিটি বহাল থাকবে বলে জানান তিনি। কিন্তু উপস্থিত সংবাদকর্মীরা সাফ জানিয়ে দেন যে, মিডিয়ার পরিচয়ে যদি কোনো বিতর্কিত ব্যক্তি ওই কমিটিতে থাকতে পারবেন না। আর ওই কমিটিতে মিডিয়ার কর্মীর প্রয়োজন হলে তা হতে হবে বিতর্কিত ব্যক্তি পিসি দাস পীযূষকে বাদ দিয়ে। নয়তো জোর প্রতিবাদ করবেন তারা। এসময় নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-মুক্তাদির হোসেন বিষয়টি গুরুত্বের সহিত দেখবেন বলে আশ্বস্থ করেন সাংবাদিকদের।