বুধবার, ২৫ মে ২০২২, ০৬:৫৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের লক্ষণশ্রী ইউনয়িনের বারঘর গ্রামের সরকারী রাস্তার উপরে অবৈধভাবে বিল্ডিং নির্মান করায় ভোগান্তিতে এলাকাবাসী। সরেজমিনে খোজ ঁনিয়ে জানাযায় সুনামগঞ্জ সদর উপজেলার বারঘর গ্রামের সরকারী রাস্তার উপর বিল্ডিং ও মার্কেট নির্মান সহ বাসা বাড়ী তৈরী করে রেখেছে ঐ এলাকার ক্ষমতাশীন ভূমি খেকোঁরা। যার ফলে সরকারী রাস্তার প্রস্থ দিনদিন কমে যাচ্ছে ১৮ফুট সরকারী রাস্তা হয়ে যাচ্ছে ১২ফুট। এতে করে বারঘর গ্রামে ফায়ার সার্ভিস কিংবা এম্বুলেন্স চলাচলে বিঘœ ঘটছে। খোঁজ নিয়ে দেখা যায় নতুন জেলা কারাগারের সামনে হতে বারঘর ও হবতপুর গ্রামের প্রায় লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র একটি রাস্তা যা এল,জি,ইডির মাধ্যমে সরকারী তৈরী করা হয়েছে এবং ১৮ফুট রাস্তার প্রস্থ রয়েছে বলে জানাযায়। কিন্তু ইদানিং ঐ এলাকার গুটি কয়েকজন ক্ষমতাসীনদের ঘড়বাড়ী বিল্ডিং তৈরী করায় দখলে চলে যাচ্ছে রাস্তাটির প্রস্থতা। বারঘর এলাকার বাসিন্দা এবং জেলা ভুমি অফিসের ড্রাইভার জাহাঙ্গীর আলম ভূইয়া রাস্থার পাশে একটি বিল্ডিং ও মার্কেট নির্মান করেছেন। পাশপাশি আরো অনেকে বাড়ীঘর তৈরী করেছেন রাস্তার উপর এই নিয়ে এলাকার সাধারণ মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে অনেকে ক্ষিপ্ত হয়ে আছেন যে কোন মুহুর্তে শান্তিভঙ্গে ঘটনা ঘটার সম্ভাবনা ও রয়েছে। রাস্তার বিষয়ে জানতে চাইলে
এ ব্যাপারে বারঘর গ্রামের বাসিন্দা বিশাল তালুকদার বলেন আমরা গ্রামের সাধারণ মনুষ সরকার আমাদের এলাকার জনগনের জন্য রাস্তাঘাট স্কুল মাদ্রাসা তৈরি করে দিয়েছেন কিন্তু কিছু ক্ষমাশারীরা রাস্তার উপরে ঘরবাড়ী তৈরী করে রাস্তা ছোট করে দিচ্ছে। একটা গাড়ী ঢুকতে পারেনা আমাদের গ্রামে কয়েক কিলোমিটার পায়ে হেটে এসে তারপড় গাড়ী করে শহরে আসতে হয় দু একটা বাড়ী ঘরের কারনে যান চলাচল করতে পারছেনা। কতৃপক্ষরা যদি এর ব্যবস্থা নিতেন তাহলে সরকারী রাস্তাটি দখল মুক্ত থাকত।হালুয়ারগাও গ্রামের বাসিন্দা আব্দুল মতিন জানান আমাদের গ্রাম ভিতরে পরেছে কিন্তু রাস্তার উপরে কয়েটা বাড়ী ঘররে কারনে আমাদের গ্রামে গাড়ি ঢুকতে পারেনা রাস্তার মুখে একট বাড়ি তৈরী করে টিনের ভেড়া নির্মান করে রাখা হয়েছে ভয়ে আমরা কিছু বলিনা ।
বারঘর গ্রামের মলয় তালুকদার বলেন দুই তিনটি বাড়িঘর নির্মানের কারনে আমাদের এলাকায এম্বোলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারেনা যদি কোন সময় এই গ্রামে অগ্নিকান্ড ঘটলে ফায়ার সার্ভিসের লোকজন গাড়ি নিয়ে প্রবেশ করতে বাধাঁ সৃষ্টি হবে । কর্তৃপক্ষ বিষটি সরজমিনে খোঁজনিয়ে ব্যবস্থা গ্রহন করবেন আমরা গ্রামবাসী এটাই চাই ।
এ ব্যাপারে বিল্ডিং নির্মানকারী জেলা ভুমি অফিসের ড্রাইভার জাহাঙ্গীর আলম ভূইয়া জানান আমি সরকারী রাস্তায় বিল্ডিং তৈরী করিনি এখানে কোন সরকারী রাস্তা নেই আমাদের গ্রামে মালিকানা রাস্তা সরকারকে আমরাই জায়গা দিছি ২৮ফুট কোন রাস্তা নেই রাস্তা ১৪ফুট কেউ যদি বলে থাকে আমি সরকারী রাস্তায় বিল্ডিং নির্মান করেছি তা মিথ্যা বলে জানান তিন। ##