বুধবার, ২৫ মে ২০২২, ০৬:৪৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ সদর ও পৌর কমিটির শতাধিক নেতাকর্মীর কমিটি থেকে পদত্যাগের পর এবার বিশ্বম্ভরপুর উপজেলার বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী কমিটি থেকে পদত্যাগ করেছেন। গতকাল শুক্রবার সকালে জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকেরের হাতে বিশ^ম্ভরপুর উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল কদ্দুছ এর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী তাদের কমিটি থেকে পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাগের পর বিশ^ম্ভরপুর উপজেলা বিএনপি’র সহ সভাপতি আব্দুল কদ্দুছ এ প্রতিবেদকে বলেন, তৃণমুলের গ্রহণযোগ্যতা না পাওয়ায় ১০ দিনের ব্যবধানে গত ৫ নভেম্বর তাদের স্বপদে বহাল রেখে আবারও কমিটি ঘোষণা করা হয়। কমিটি গঠনের ক্ষেত্রে দলীয় গঠনতন্ত্র ও গণতন্ত্র কোন কিছুই অনুসরন করা হয়নি বলে উল্লেখ করা হয়। তিনি আরও বলেন, কমিটিতে ব্যাপকভাবে স্বজনপ্রীতি ও একজন প্রভাবশালী নেতার ঘরের লোকদের প্রাধান্য দেয়া হয়েছে। জেলা কমিটির প্রতি আমাদের কোন অভিযোগ নেই। তাদের চাপ সৃষ্টি করে কমিটি ঘোষণা দেয়া হয়েছে। রাজপথে বা নির্বাচনে এ কমিটি কোন ভুমিকা রাখতে পারবে না। বিএনপির নিবেদিত প্রাণ ও ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হয়েছে। তিনি অবিলম্বে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান। জেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুল বলেন বিষয়টি আমি শুনেছি। তাদের পদত্যাগ পত্র দপ্তর সম্পাদকের কাছে জমা হয়েছে।