শুক্রবার, ২০ মে ২০২২, ০৪:৫৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই পৌর শহরের আনোয়ারপুর এলাকায় গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মোঃ তাজ আলী(৩৫)। সে জেলা শহরের পৌর শহরের বড়পাড়া এলাকার মৃত আহমদ আলীর ছেলে।
শবিবার বিকেল সাড়ে ৫টায় সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই মোঃ আমিনুল ইসলাম ও এ এস আই মোঃ আশরাফের নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জেলার দিরাই পৌর শহরের আনোয়ারপুরস্থ একটি বাসায় অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে আনা হয় এবং তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । সে একজন কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী বলে জানা যায়। সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে এই মরণ নাশক ইয়াবা সংগ্রহ করে জেলার বিভিন্ন প্রান্তে বিক্রি করে আসছিল বলে জানান গোয়েন্দা পুলিশের এস আই মোঃ আমিনুল ইসলাম। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যেকোন ধরনের অপরাধ দমনে গোয়েন্দা ুপলিশের সদস্যরা সব সময় তৎপর রয়েছে। ##