শুক্রবার, ২০ মে ২০২২, ০৪:২৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা শাখার ত্রি-বাষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ;িদনব্যাপী শহরের সাচনাবাজারস্থ শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়ায় অনুষ্ঠিত সম্মেলনে জাতীয় সঙ্গীতের মাধ্য জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করে টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জামালগঞ্জ শাখার আহবায়ক পুর্ণেন্দু ঘোষ চৌধুরী রূপন’র সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক অঞ্জন পুরকায়স্থর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিলেট বিভাগীয় সভাপতি এড: মৃত্যুঞ্জয় ধর ভোলা। উদ্ভোদক ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দীপক চন্দ্র ঘোষ, মূখ্য আলোচকের বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এড: বিশ^জিৎ চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এড: গৌরাঙ্গ পদ দাশ, জামালগঞ্জ পুজা উদযাপন পরিষদের সভাপতি ও ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টন ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এড: অনুপ কুমার ধর, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, সাচনাবাজার জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি মানিক লাল রায়, সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস তালুকদার।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, জামালগঞ্জ সাংবাদিক ফোরাম সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, জামালগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী তৌহিদ চৌধুরী প্রদীপ, তাহিরপুর উপজেলার আহবায়ক অনুপ রায়, ধর্মপাশার সদস্য সচিব চয়ন কান্তি দাস, জামালগঞ্জ উপজেলা সজীব বণিক, বিপ্রেশ রায়, বেহেলী ইউপির ননীগোপাল তালুকদার, ভীমখালী ইউপির নীহার রায়, সাচনাবাজার ইউপির সুদীর রায়, জামালগঞ্জ সদও ইউপির সুনীল দাস, উত্তর ইউপির মনিলাল সরকার প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ এ দেশের সকল মানুষ কাধে কাধ মিলিয়ে ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। দেশ স্বাধীনের পর থেকে সনাতন ধর্মের নাগীরকদের সংখ্যা লগু বলে সম্মান খাটো করা হয়। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা ভাই-ভাই। তবে সংখ্যালগু তারাই যারা বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত তাদের কে সংখ্যালগু বলতে হয়। সভায় সংগঠনের নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচনের পূর্বে ও পরে সনাতন ধর্মের সকলকে ঐক্য বদ্ধ হয়ে থাকর আহবান জানান। অনুষ্ঠান শেষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জামালগঞ্জ শাখার সভাপতি পদে পুর্ণেন্দু ঘোষ চৌধুরী রূপন, ও সাধারণ সম্পাদক পদে অঞ্জন পুরকায়স্থ ও সজিব বণিক কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করেন। ##