শুক্রবার, ২০ মে ২০২২, ০৫:৪৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইছুবপুর এলাকায় সরকারী গাছ কেটে চুরি করে বিক্রি করার অপরাধে বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আফতার উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার বিকালে তাহিরপুর উপজেলার ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা(ভারপ্রাপ্ত)আশীষ কুমার চক্রবর্তী বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলায় প্রধান আসামী করা হয়েছে, বাদাঘাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ আপ্তাব উদ্দিনকে। এছাড়াও মামলায় অজ্ঞাত আরো তিনজনকে আসামী করা হয়েছে। মামলার বিবরণে আরো জানা যায় চেয়ারম্যান প্রায় বছরখানের পূর্বে কিছু রুহিংগাদের আগমন ঘটলে তিনি এই সমস্ত রুহিংগাদেরকে তার ইউনিয়নের বাসিন্দা বলে ভ’য়া নাগরিকত্ব সার্টিফিকেট দেয়ায় তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপ্তাব উদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,এই মামলাটি একবারেই উদ্দেশ্য প্রনোদিত। আমার প্রতিপক্ষরা আমাকে ফাঁসানোর জন্য এবং এলাকায় আমার সম্মান হানীর উদ্দেশ্যই চক্রান্ত করে সহজ বিষয়টিকে কঠিন করে এই অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে আমাকে ফাসানোর চেষ্টা করা হচ্ছে। সবাই জানে বাদাঘাট সোহালার সড়কে যে রেন্টিগাছ গুলো বর্তমানে আছে তা আমার বাবা বেঁচে থাকা কালীন রোপন করে গিয়েছেন। এছাড়াও টাংগুয়ার হাওরে আমার বাবা হাজার হাজার হিজল করছ গাছ ও যাদুকাটা নদী সংলগ্ন শত শত শিমুল লাগিয়েছিলেন।
এ ব্যাপারে মামলার বাদি তাহিরপুর উপজেলার ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা(ভারপ্রাপ্ত)আশীষ কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য,সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট-সোহালা সড়কের ইছুবপুর এলাকায় গাছ কেটে চুরি করে রাদের আধাঁরে বিক্রি করার অভিযোগ উঠে বাদাঘাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে। ##