বুধবার, ২৫ মে ২০২২, ০৭:৫১ অপরাহ্ন
গৌতম নিজেস্ব প্রতিবেদক :- ভোরের শিশির আর হিমেল হাওয়া জানিয়ে দিচ্ছে শীত দ্বারপ্রান্তে। ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের বারতা। শীত নিরাবনের জন্যই আগে ভাবে প্রস্তুতি নিচ্ছে ঠাকুরগাঁওয়ের অঞ্চলের নিন্ম আয়ের মানুষ। তাই ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে ভীড় করছে নিন্ম আয়ের মানুষ।
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বসা দোকানগুলো ক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে ওঠেছে। সবাই যেন মনের আনন্দে কিনছে পছন্দের শীতের পোশাক। স্বল্পমূল্যে পাওয়া যাচ্ছে সোয়েটার, জ্যাকেট, মাফলার, কোর্ট, প্যান্ট, কানটুপিসহ বিভিন্ন প্রকার শীতবস্ত্র। শীতের কারণে ব্যাপক চাহিদা বেড়েছে গরম কাপড়ের। এ জন্য দোকানীরা কম মূল্যের কাপড়ের পসরা বসিয়েছে ফুটপাতে। এসব কাপড় ব্যবসায়ীরা ঢাকা,সৈয়দতপুর থেকে আমদানী করে বিক্রি করছে। ফুটপাতের দোকানগুলোতে কম মুল্যে কাপড় পাওয়ায় বেচাকেনা বেশি হচ্ছে। এসব দোকানে ব্যবসা জমে উঠায় এ ব্যবসাকে কেন্দ্র করে ব্যবসায়ীরা একদিকে ক্রেতারা যেমন লাভবান হচ্ছে অন্যদিকে তারা সংসারেও সচ্ছলতা আনছে। শীতের তীব্রতা বাড়লে চাহিদা আরো বৃদ্ধি পাবে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।