মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৯:৪৭ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
শিবগঞ্জে এক নারী শিক্ষার্থী ধর্ষনের শিকার হয়েছে। পুলিশ ধর্ষিতা শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। আসামীকে আটক করেছে। মামলার প্রস্তুতি চলছে।
ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পৌরসভাধীন খান মার্কেটে দ্বোতলায়।
শিবগঞ্জ থানার এস আই রনি কুমার জানান, শনিবার রাত সাড়ে ৬টার দিকে কে বা কারা ডিউটি অফিসারকে ফোন করে ঘটনা জানালে ডিউটি অফিসার আমাকে জানান। সংবাদ পেয়ে আমি সংগীয় ফোর্স নিয়ে শিবগঞ্জ পৌরসভাধীন খান মার্কেটের দ্বোতলায় উপস্থিত হয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষিতা শিক্ষার্থী হলো বিনোদপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী এবং বিনোদপুর ইউনিয়নের চাঁনশিকারী গ্রামের জেনারুলের মেয়ে। এস আই রনি কুমার আরো জানান গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শিকদার মো: মশিউর রহমানের নেতৃত্বে আমিসহ পুলিশের একটি দল ধর্ষক আমিনুর রহমান(১৮)কে আটক করে থানায় এনেছি । বর্তমানে সে থানা হাজতে আছে। সে বিনোদপুর ইউনিয়নের লছমনপুর গ্রামের অনেপের ছেলে। বর্তমানে মামলার প্রস্তুতি চলছে। আটক আমিনুর রহমানকে জিজ্ঞাসাবাদ করলে পুরো তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা করছি। ধর্ষিতার মা হালিমা বেগম জানান সকালে স্কুল যাবার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সে আর বাড়ি ফিরেনি। জানা গেছে মাত্র কয়েকদিন আগে মুঠো ফোনে ধর্ষক যুবকের সাথে তার পরিচয় হলে তাকে প্রেমের ফাঁদে ফেলে গত শনিবার শিবগঞ্জের খান মার্কেটসহ সকল মার্কেট বন্ধ থাকায় কৌশলে তাকে ডেকে সেখানে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। ###
মো: ফরহাদ আলী/
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ।