মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৯:১২ পূর্বাহ্ন
ফরহাদ আলী।।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২৭৯ বোতল ফেন্সিডিল নিয়ে নারীসহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে শ্যামপুর ইউনিয়নের হাদিনগর গ্রাম থানা পুলিশের এ.এস.আই রাসেলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, উপজেলার শ্যামপুর ইউনিয়নের বড় হাদিনগর গ্রামের মৃত কোয়েস উদ্দিনের ছেলে মো. দবির (৪০), একই গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী মোসা. জুলেখা বেগম (৪০) ও মনাকষা ইউনিয়নের তারাপুর ঝাইটনপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে মো. মোক্তার হোসেন (২২)। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিকদার মো. মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে বড় হাদিনগর গ্রামে থানা পুলিশের এ.এস.আই রাসেলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২৭৯ বোতল ফেন্সিডিলসহ তাদের হাতেনাতে তাদের আটক করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।