বুধবার, ২৫ মে ২০২২, ০৮:২০ অপরাহ্ন
লাবু খন্দকার।। শহরতলীর বৈল্লা-রাবনা বাইপাস এরিয়ায় পথচারীরা প্রবেশ
করতেই দুর্গন্ধ পোহাতে হচ্ছে।
জানা যায়, শহরতলীর অধিকাংশ দূষিত
বর্জগুলো পৌরসভার ময়লা ফেলার গাড়ি
বহরে শেষ স্থানটি বেছে নেয়া হচ্ছে এখানে।
এ স্থানটার অতি নিকটে বিদ্যুৎ প্রকৌশল
অফিস, বনবিভাগ, টাঙ্গাইল পলিটেকনিক
ও নানা অফিস রয়েছে।
অতি ক্ষতিকর ক্লিনিকের বর্জগুলো পরিবেশ
এর উপর মারাত্নক ক্ষতি ঘটাবে।
এ ব্যপারে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের
উপপরিচালক মোজাহিদুলইসলামজানান,
স্বাস্থ্যের জন্য মারাত্নক ঝুঁকি এই ক্লিনিকের
বর্জগুলো। এটা পৌরসভার মেয়রের দেখা
উচিত।
বাসযোগে আসা পথচারীদের আলাপকালে
জানান, ভাই দুর্গন্ধে টাঙ্গাইলে আসতেই
স্বাগত জানায়।এটার একটা বিহীত করা উচিত।
এ ব্যপারে টাঙ্গাইল পৌরসভার মেয়র
জামিলুর রহমান মিরনের মুঠোফোনে
জানতে গেলে, তার ফোনের সংযোগ
বিচ্ছিন্ন পাওয়া গেছে।
তবে ক্লিনিক মালিকগুলো ময়লা ফেলার
ব্যপারে কোন উত্তর দিতে পারেননি।