শুক্রবার, ২০ মে ২০২২, ০৪:১২ অপরাহ্ন
মহিউদ্দীন চৌধুরী,নিজস্ব প্রতিবেদক।।
আন্তর্জাতিক এনজিও সংস্হা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের তত্বাবধানে লোহাগাড়া ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসায় ২০নভেম্বর দুপুর ২টায় আনুমানিক ১কোটি টাকা ব্যায়ে নব নির্মিত মসজিদ, মাদ্রাসা,অজুখানা ও এতিমখানার ভবন শুভ উদ্বোধন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ,আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি।অনুষ্টানে সম্মানিত অতিথি ছিলেন সৌদি আরব রিয়াদের শেখ শায়খ ড.ইউসুফ বিন রাশেদ আল গুফাইলী।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল,লোহাগাড়া থানার ওসি মোঃ শাহজাজান পিপিএমবার, মোস্তফা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শফিক উদ্দিন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা নুরুল আবছার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন,ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসার সেক্রেটারী ও লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের নির্বাহী পরিচালক আলহাজ্ব ফজলুল হক আজাদ,মাদ্রাসার প্রধান পরিচালক ও মুহাদ্দিস মাওলানা আমিনুল্লাহ,জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য ও লোহাগাড়া ডায়বেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্টাতা সমাজকর্মী মোহাম্মদ আরমান বাবু রোমেল, কলাউজান ইউ পি চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, লোহাগাড়া ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা কোম্পানি,চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ শফিকুর রহমান,পদুয়া ইউপির চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন,
আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী,আওয়ামীলীগ নেতা এইচ,এম গণি সম্রাট,এস,এম আবদুল জব্বার,দক্ষিণ জেলা যুবলীগ সদস্য নুরুল আলম জিকু, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোহাম্মদ ফজলে এলাহী আরজু,জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক নুরুল হক নুনু,এ.রহমান মার্কেটের মালিক ও আওয়ামীলীগ নেতা রশিদ আহমদ,
যুবলীগ সদস্য মোহাম্মদ জয়নাল আবেদীন,মোহাম্মদ সালাহ উদ্দিন সিকদার মেম্বার, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান,যুবলীগ নেতা মোহাম্মদ হারুনুর রশিদ,সাংসদ ড.নদভীর একান্ত সহকারী সচিব ছাত্রলীগ নেতা এসএম শাহাদাৎ,সাতকানিয়া উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বেলাল,যুবলীগ নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ সরওয়ার কামাল,
ছাত্রলীগ নেতা মোরশেদুল আলম নিবিল সহ মাদ্রাসার পরিচালক,শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দরা সহ শত- শত আলেম ওলামা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি বলেছেন,জননেত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার।বর্তমান সরকারের দক্ষ নেতৃত্বে দেশে ব্যাপকভাবে উন্নয়ন হয়েছে।বাংলাদেশ সরকারেরর উন্নয়নের পাশাপাশি আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সাতকানিয়া-লোহাগাড়ার বিভিন্ন এলাকায় মসজিদ,মাদ্রাসার উন্নয়ন,গভীর নলকুপ, ওযু খানা ও এতিমখানা নির্মাণ,অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদানসহ সামাজিক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন বলেও তিনি জানান।