শুক্রবার, ২০ মে ২০২২, ০৫:২৪ অপরাহ্ন
নাজিম উদ্দিন রানাঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব একেএম শাহজাহান কামাল। তিনি এ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী।
রোববার (২৫ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হয়েছে।
এদিন সাড়ে ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ।
বিষয়টি নিশ্চিত করে মন্ত্রীর প্রেস সচিব জাকির হোসেন ভূঁইয়া আজাদ বলেন, আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন। আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও নৌকা মার্কার পক্ষে কাজ করার আহবান জানান তিনি।