শুক্রবার, ২০ মে ২০২২, ০৫:২০ অপরাহ্ন
নাজিম উদ্দিন রানা: লক্ষ্মীপুরে বিআরটিএ নিয়মনীতি বিহীন নিজেদের খামখেয়ালি ভাবে শহরের মেইন ঝুমুর এলাকায় ঢাকা রায়পুর মহাসড়কের পাশে যানজট সৃষ্টি করে মটর সাইকেল সহ বিভিন্ন গাড়ির নাম্বার প্লেইট এর কাজ করে যাচ্ছে। এতে করে গাড়ি আসা যাওয়ার সমস্যা সহ যে কোনো মুহুর্তে প্রাণ হানির ঘটনা ঘটতে পারে। তা ছাড়া যাত্রী ও পথচারিদের রাস্তা পারাপারের সমস্যা ও সৃষ্টি হয়। ঐ এলাকায় রয়েছে জেলার ভিবিন্ন গুরত্বপূর্ণ অফিস। অফিস গুলোর মধ্যে রয়েছে জেলাপ্রশাসকের কার্যালয়, কোর্ট প্রাঙ্গণ, জেলা তথ্য অফিস সহ ট্রাফিক বক্স ও রয়েছে। দেখা গেছে যে, শহরে পর্যাপ্ত পরিমাণ জায়গা খালি থাকলেও তা দেখছে না বিআরটিএ কর্মকর্তা ও কর্মচারীরা। এভাবে যানজট সৃষ্টি করে নাম্বার লাগানো প্লেটের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন লক্ষ্মীপুরের বিআরটিএ। পরবর্তীতে থাকবে বি.আর.টিএর বিভিন্ন অনিয়ম।