শুক্রবার, ২০ মে ২০২২, ০৫:৪৭ অপরাহ্ন
নাজিম উদ্দিন রানা : লক্ষ্মীপুরে টাকা না পেয়ে মিজানুর রহমান নামে এক প্রবাসীকে তুলে নিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ এক নেতার বিরুদ্ধে।
শনিবার বিকালে সদর উপজেলার জকসীন বাজার থেকে ওই প্রবাসীকে তুলে নিয়ে যায় স্থানীয় ভাঙ্গা খাঁ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল কাইয়ুম রুবেল।
ভুক্তভোগী মিজানুর রহমান জানান, গত এক বছর আগে প্রবাসে থাকাকালীন সময়ে উপজেলার আটিয়াতলীর ইউসুফ মিয়ার মেয়ে জহুরা ইউছুপ মুন্নীর সঙ্গে তার মোবাইল ফোনে বিয়ে হয়। পরে দেশে ফিরে জানতে পারেন ওই মেয়ের সাথে আরও ছেলের অনৈতিক সম্পর্ক রয়েছে। তখন বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন মিজান।
এর জের ধরে মেয়ের বাবা ভাঙ্গা খাঁ ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রুবেল হোসেনসহ অন্যান্যদের দিয়ে মিজানকে চাপ দিতে থাকেন টাকার জন্য। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মিজানকে বাজার থেকে তুলে নিয়ে মারধর করে ছাত্রলীগ নেতা রুবেল ও তার অনুসারীরা।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রুবেল জানান, বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা করা হয়েছিলো, মারধরের কথাটি সত্যি নয়।#####
নাজিম উদ্দিন রানা/
লক্ষ্মীপুর ।।